আড়াইহাজারে অবৈধ ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা - বার্তা প্রকাশ

আড়াইহাজারে অবৈধ ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা

আড়াইহাজার প্রতিনিধি :

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা আদায়সহ ইটভাটার কার্যক্রম সম্পূর্ণ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১ জানুয়ারি ) বিকালে আড়াইহাজারের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নঈম উদ্দিন এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ এবং পরিদর্শক টিটু বড়ুয়া।

অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ প্রয়োজনীয় সহায়তা প্রদান করে। অভিযানে উপজেলার ব্রাহ্মন্দি ইউনিয়নের শিলমান্দী এলাকায় মাসুদুর রহমানের মালিকানাধীন মেসার্স এএমবি ব্রিকস নামক ইটভাটাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করে এই ইটভাটার কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়। অভিযোগ রয়েছে, প্রশাসনের আদেশ অমান্য করে দীর্ঘ দিন ধরে এই ইটভাটার কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল।

সহকারী কমিশনার নঈম উদ্দিন জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত—২০১৯) এর আওতায় আইন অমান্যকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এ ধরনের কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

আড়াইহাজারে অবৈধ  ইটভাটাকে  ৫০ হাজার টাকা জরিমানা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *