Site icon বার্তা প্রকাশ

আড়াইহাজারে আবারো দুই বাড়িতে ডাকাতি 

আড়াইহাজারে আবারো দুই বাড়িতে ডাকাতি 

আড়াইহাজার প্রতিনিধি: আড়াইহাজারে আবারো দুই বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের সালমদি গ্রামের রুয়েল ও লিয়াকতের বাড়িতে এ ঘটনা ঘটে। জানা গেছে, রাত আড়াইটার দিকে সালমদি  গ্রামের পাওয়ারলুম ব্যবসায়ী রুয়েলের  বাড়ীতে ১০/১৫ জনের  মুখোশ পরিহিত ডাকাত দল দরজা ভেঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করে অস্ত্রের মুখে বাড়ির সকলকে জিম্মি করে নগদ এক লক্ষ টাকা ও দুই ভরি স্বর্ণালংকার সহ অন্যান্য মালামাল লুটে নেয়। অপরদিকে একই গ্রামের  লিয়াকত হোসেনের বাড়িতে হানা  দিয়ে নগদ ২০  হাজার টাকা,  ১ ভরি স্বর্ণালংকার  লুটে নেয়। পরে ডাকাত দল ওই এলাকার কয়েকটি বাড়িতে হানা দিলে গ্রামবাসীর প্রতিরোধের মুখে পালিয়ে যায়। আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Exit mobile version