আড়াইহাজার প্রতিনিধি:
আড়াইহাজারে বেড়ে গেছে চুরি ডাকাতি। এতে করে জনগণের মাঝে ডাকাত আতংক বিরাজ করছে। বৃহস্পতিবার রাতে উপজেলার গোপালদী পৌর সভার রামচন্দ্রদী ও ফতেহপুর ইউনিয়নের সাদারদিয়া এলাকায় ৪ বাড়ীতে ডাকাতি ও ৫ টি দোকানে চুরির এই ঘটনা গুলো ঘটে। জানা গেছে, রাত ২টার দিকে রামচন্দ্রদী প্রবাসী হোসেনের বাড়ীতে ডাকাতদল হানা দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে নগদ ৫ হাজার টাকা ও দেড় ভরি স্বনার্লংকার লুটে নেয়। পরে ডাকাতদল একই গ্রামের নছিমন চালক রহমানের ঘরে ঢুকে নগদ ৫ হাজার টাকা ও অন্যান্য মালামাল লুটে নেয়। একই ডাকাতদল একই গ্রামে বাছেদের বাড়ীতে হানা দিয়ে নগদ ৪ হাজার টাকাসহ অন্য মালামাল লুটে নেয়। এর আগে ডাকাতদল রামচন্দ্রদী পশ্চিম পাড়া গ্রামের হামিদের বাড়ীতে হামলা চালিয়ে তার স্ত্রী রহিমাকে ও তার মেয়ে রাশিদাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। তাদের ডাক চিৎকারে লোকজন এগিয়ে আসলে কিছু নিতে পারেনি।এদিকে রাতের কোন এক সময় ঢাকা—আড়াইহাজার সড়কের সাদারদিয়া এলাকায় ৫টি দোকানে চুরি হয়েছে।
চোরের দল আ. আউয়াল, ফারুক, মোজাম্মেল, আলমাছ ও নুরুল আমিনের দোকানের সাটার ভেঙ্গে প্রায় ২ লাখ টাকার মালামাল নিয়ে যায়। আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।