আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে একাধিক চুরি ও ডাকাতিসহ হত্যা মামলার সন্দিগ্ধ ৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।বুধবার রাতে থানার ওসি এনায়েত হোসেনের নেতৃত্বে পুলিশের একাধিক টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা হলো গোপালদী পৌরসভার জালাকান্দি গ্রামের খালেকের ছেলে দ্বীন ইসলাম(২০) খাগকান্দা ইউনিয়নের নয়নাবাদ গ্রামের মোঃ রশিদ ওরফে হাসান ভুঁইয়ার ছেলে মোঃ রবিন ভূঁইয়া(২৯) তাদের দুজনকে চুরি ও ডাকাতিসহ হত্যা মামলার সন্দিগ্ধ আসামি এবং অন্য একটি মামলায় উচিৎপুরা ইউনিয়নের দাসীর দিয়া গ্রামের মানিক মিয়াকে(৫০) গ্রেফতার করা হয়েছে। আড়াইহাজার থানা ওসি এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন গ্রেফতারকৃত তিনজনকে বৃহস্পতিবার নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।