Site icon বার্তা প্রকাশ

আড়াইহাজারে থানা থেকে লুন্ঠিত অস্ত্র উদ্ধার

আড়াইহাজারে থানা থেকে লুন্ঠিত অস্ত্র উদ্ধার

আড়াইহাজারে থানা থেকে লুন্ঠিত অস্ত্র উদ্ধার

আড়াইহাজার প্রতিনিধি :আড়াইহাজারে পরিত্যাক্ত অবস্থায় একটি শর্টগান উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের লেংঙ্গুরদীর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় থানা থেকে লুট হওয়া এই শর্টগানটি উদ্ধার করা হয়েছে।আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, ঘটনার দিন রাতে গোপান সংবাদের ভিক্তিতে খবর আসে লেঙ্গুরদী এলাকার একটি প্রথমিক বিদ্যালয়ের বিপরীত পাশে ঝোপে পরিত্যাক্ত অবস্থায় লুট হওয়া অস্ত্র (শর্টগান) পরে আছে। পরে থানা পুলিশের টিমের সহায়তায় অস্ত্রটি উদ্ধার করা হয়। বর্তমানে অস্ত্রটি থানার হেফাজতে রয়েছে। তিনি আরও জানান, লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুলিশের অভিযান অব্যহত রয়েছে। ওসি জানান, লুন্ঠিত বেশ কিছু অস্ত্র এখোনো উদ্ধার হয়নি।

Exit mobile version