Site icon বার্তা প্রকাশ

আড়াইহাজারে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ খাদে, নিহত ১

আড়াইহাজারে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ খাদে, নিহত ১

আড়াইহাজারে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ খাদে, নিহত ১

আড়াইহাজার প্রতিনিধি:

আড়াইহাজারে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গরুবাহী পিকআপ খাদে পড়ে গেলে ঘটনাস্থলে আ. রাজ্জাক (৪৮) নামের একজন নিহত এবং ২ জন আহত হয়। বুধবার দুপুর ১ টার দিকে উপজেলার জালাকান্দী এলাকায় এই দূর্ঘটনা ঘটে। আহতদে মধ্যে আশংকাজনক অবস্থায় জুয়েল (৪৫) ও আবুল হোসেন (৪০ ) নামের ২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিহতের নাম আ. রাজ্জাক (৪৮)। তার বাড়ী পার্শ্ববর্তী রুপগ্ঞ্জ উপজেলায় বলে জানা গেছে। সে পিকআপের যাত্রী ছিল। প্রত্যক্ষদশীর্রা জানান, একটি পিকআপ দিয়ে রুপগঞ্জ থেকে ৩ জন লোক গরু বিক্রি করার জন্য বিশনন্দী গরুর হাটে যাচ্ছিল।

ঘটনার সময় জালাকান্দী এলাকায় পৌছঁলে পথচারীকে সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে আ. রাজ্জাক (৪৮) নামের একজন নিহত এবং ২ জন আহত হয়।

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি খাদে পড়ে গেলে ১ জন নিহত এবং ২ জন গুরুতর আহত হন। নিহতের লাশ হাসপাতালে রয়েছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। পরে বিস্তারিত জানাব।

Exit mobile version