বিশেষ প্রতিনিধি নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে আবারও সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার পাচরুখী গ্রামের ব্যবসায়ী সিরাজুল ইসলামের বাড়িতে পুলিশ পরিচয়ে মুখোশধারী ডাকাতদল ভয়াবহ এই ডাকাতি সংঘটিত করে।
ভুক্তভোগী গৃহকর্তা সিরাজুল ইসলাম জানান, রাতের নিরবতায় ২০-২৫ জনের একটি ডাকাতদল তাদের দুইতলা ভবনের নিচতলার জানালার গ্রিল কেটে ঘরে ঢোকে।
নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তারা সিরাজুল ইসলাম, তার স্ত্রী সুবিয়া বেগম ও ছেলে মিনহাজুলসহ পরিবারের সবাইকে গেঞ্জি ও গামছা দিয়ে হাত-পা বেঁধে ফেলে।
পরে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ঘরের আলমারি ভেঙে প্রায় ৩২ ভরি স্বর্ণালংকার, নগদ ১ লাখ ৬০ হাজার টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রীসহ প্রায় অর্ধ কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
ডাকাতদলের সদস্যদের মুখ বিভিন্ন রঙের কাপড়ে ঢাকা ছিল এবং বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছরের মধ্যে হবে বলে ধারণা করা হচ্ছে। তারা ডাকাতির সময় নানা ধরনের ভাষা ব্যবহার করে বলে জানান গৃহকর্তা।
এ বিষয়ে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং ডাকাতদের শনাক্ত ও মালামাল উদ্ধারে অভিযান চলছে।