আড়াইহাজারে বিভিন্ন মামলায় গ্রেপ্তার-৭ - বার্তা প্রকাশ

আড়াইহাজারে বিভিন্ন মামলায় গ্রেপ্তার-৭

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিভিন্ন মামলায় ৭ জনকে গ্রেফতার করেছ থানা পুলিশ ।বৃহস্পতিবা দিবাগত রাতে থানার ওসি এনায়েত হোসেনের নেতৃত্বে পুলিশের একাধিক টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো উপজেলার উচিৎপুরা ইউনিয়নের পশ্চিম আতাদী গ্রামের মৃত হারেজ মিয়ার ছেলে সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী, সি আর মামলার পরোয়ানা ভুক্ত আসামী গোপালদী পৌরসভার রামচন্দ্রদী গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে আব্দুল খালেক,সিআর নং-৪৪৮/২৪ এর পরোয়ানা ভুক্ত আসামি সাতগ্রাম ইউনিয়নের বাঘবাড়ি গ্রামের মৃত খলিল ভুঁইয়ার ছেলে আনোয়ার হোসেন,নিয়মিত আড়াইহাজার থানার মামলা নং১১/২৪ এর আসামী বিশনন্দি ইউনিয়নের চৈতনকান্দা গ্রামের মৃত আস্রাব আলীর ছেলে মো: রিপন তাকে ২ কেজি গাজা সহ গ্রেফতার করা হয় এছাড়াও আরো ৩জন আসামিসহ মোট ৭ জন আসামিকে শুক্রবারে নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়। আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান আইনশৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে অপরাধীদের গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *