আড়াইহাজার প্রতিনিধি:
আড়াইহাজারে হাইচ গাড়ির পথ গতিরোধ করে ২ যাত্রীকে কুপিয়ে আহত করে সর্বস্ব ছিনিয়ে নিয়েছে একদল ছিনতাইকারীর দল। পরে আহত অবস্থায় ইয়াছিন ও আশরাফুল নামে দুই জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি চিকিৎসা দেওয়া হয়েছে । আহত ইয়াছিন উচিৎপুরা গ্রামের রহিম মেম্বারের ছেলে ও আশরাফুল হেলালের ছেলে। রবিবার (৫ জানুয়ারি ) রাতে ২টায় উপজেলার আড়াইহাজার—মদনপুর সড়কের মারুয়াদী এলাকায় এই ঘটনা ঘটে।
গাড়িতে থাকা যাত্রী মামুন জানান, ঢাকা থেকে হাইচ গাড়ির মাধ্যমে নিজ বাড়ীতে যাচ্ছিলেন তারা। পরে ঘটনাস্থলে পৌঁছামাত্র ৭—৮ জন ধারালো অস্ত্রধারী অজ্ঞাত ছিনতাইকারীর দল তাদের আটক করে এলোপাথারী ভাবে কুপিয়ে জখম করে ও সাথে থাকা নগদ ২০ হাজার টাকা ও দুটি এন্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে স্থানীয় লোকেদের সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে এনে ভর্তি করানো হয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এদিকে প্রতিদিনই উপজেলার কোথাও না কোথাও ডাকাতি হওয়ায় এলাকায় ডাকাত আতংক বিরাজ করছে।