Site icon বার্তা প্রকাশ

আড়াইহাজারে শফিক হত্যা মামলার আসামি রানু গ্রেপ্তার

আড়াইহাজার প্রতিনিধি:

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পুলিশ বৃহস্পতিবার বিকালে উপজেলার বিশনন্দী ইউনিয়নের বালুয়াকান্দি এলাকার আজিজের ছেলে শফিক হত্যা মামলার এজাহার  নামীয় আসামী রানু (৫০) কে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করেছে।আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের সময় বালুয়াকান্দি গ্রামের বিএনপি কর্মী শফিক নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

রানু ওই মামলার ৩৩ নম্বর তালিকাভুক্ত আসামি।এছাড়া বিভিন্ন মামলায় আরো ৫ আসামিকে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

Exit mobile version