Site icon বার্তা প্রকাশ

আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় নাসির উদ্দিন নামে ১ জন নিহত

আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় নাসির উদ্দিন নামে ১ জন নিহত

আড়াইহাজার প্রতিনিধি:

আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় নাসির উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ৮ টায় আড়াইহাজার উপজেলার নরসিংদীগামী রাস্তার বাঘানগর ব্রীজের সামনে এ দূর্ঘটনা ঘটে।

নিহত নাসির উদ্দিন (৪৫) নরসিংদী জেলার আলিপুর এলাকার জয়নালের ছেলে। সে আড়াইহাজার থানাধীন পায়রা চত্বর থেকে অটোযোগে নিজ বাড়ি নরসিংদীর উদ্দেশ্যে রওনা দিয়ে নরসিংদীগামী পাকা সড়কের বাঘানগর ব্রিজের সামনে পৌঁছালে একই দিক থেকে অজ্ঞাতনামা একটি ট্রাক অটো রিক্সা দিকে বাম পাশে চাপিয়ে দিলে অটোরিক্সার চাকা গর্তে পড়ে গেলে অটো উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এতে অটোর যাত্রী নাসির উদ্দিন অটো রিক্সার নিচে পড়ে গিয়ে বুকে চাপা লেগে গুরুতর আহত হয়।

স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, সংবাদ পেয়ে আড়াইহাজার থানা পুলিশ আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয় এবং লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। ঘটনা ঘটার সাথে সাথে অজ্ঞতানামা ট্রাকটির চালক দ্রুত গাড়ী চালিয়ে পালিয়ে যায়। রাস্তায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Exit mobile version