আড়াইহাজারে সফর আলী কলেজে ছাত্র শিবিরের ২ দিন ব্যাপী প্রকাশনা উৎসব শুরু
আড়াইহাজার প্রতিনিধি:
দীর্ঘ ১৭ বছর পর আড়াইহাজারের সরকারী সফর আলী কলেজের ইসলামী ছাত্র শিবিরের ২ দিন ব্যাপী প্রকাশনা উৎসব শুরু হয়েছে।
রোববার (১৯ জানুয়ারি) সকাল ৯ টায় উপজেলার সরকারি সফর আলী কলেজে এই প্রকাশনা উৎসব শুরু হয়।
এ দিন প্রকাশনা উৎসবে ছাত্রশিবিরের বিভিন্ন প্রকাশনা সামগ্রী ক্যালেন্ডার, স্টিকার, সায়েন্স ফিকশন বই, ইসলামী সাহিত্যসহ বিভিন্ন ধর্মীয় বই শিক্ষার্থীদের কাছে বিক্রি করা হচ্ছে।
ইসলামী নাশিদ আর গানে গানে প্রকাশনা উৎসবকে মুখরিত করে রাখেন শিবিরের সদস্যবৃন্দ। নারায়ণগঞ্জ জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আবু সুফিয়ান এর উদ্ধোধন করেন।
এই সময় জেলা সেক্রেটারী আকরাম হোসনে, নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সমাজ কল্যান সম্পাদক ইলিয়াস মোল্লা, মদনপুরে অবস্থিত দিবারাকা হাসপাতালের পরিচালক ডাক্তার আব্দুল মালেক, উপজেলা দক্ষিণের আমীর হাদিউল ইসলাম, সেক্রেটারী তৌফিকুল ইসলাম ও শিবিরের দক্ষিনের সভাপতি মিরাজ মাহমুদ সেক্রেটারী রাজু আহমেদ উপস্থিত ছিলেন।