Site icon বার্তা প্রকাশ

আড়াইহাজারে স্বামীকে ফোনকলে রেখে স্ত্রীর আত্মহত্যা

আড়াইহাজারে স্বামীকে ফোনকলে রেখে স্ত্রীর আত্মহত্যা

আড়াইহাজারে প্রতিনিধি:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্বামীকে ফোনকলে রেখে সিলিং ফ্যানের সাথে ওড়না পেছিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে স্ত্রী। ১৪ (ফেব্রুয়ারি) উপজেলার টেটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার টেটিয়া উলুকান্দী গ্রামের মো. মুসা মিয়ার মেয়ে মোসা. সামিয়া আক্তারের (১৫) সঙ্গে উপজেলার মানিকপুর গ্রামের মৃত রওশন আলীর ছেলে নাসিম প্রেমের সম্পর্ক ছিল।

গত ৪ (ফেব্রুয়ারি) পালিয়ে গিয়ে ১০ লক্ষ টাকা কাবিনে কোর্টের মাধ্যমে রেজিষ্ট্রি করে বিয়ে করেন। পরবর্তীতে স্বামী নাসিম ভিকটিম সামিয়াকে কাবিনের ১০ লক্ষ টাকার পরিবর্তে ১ লক্ষ করার চাপ প্রদান করে। এ নিয়ে দুজনের মাঝে পারিবারিক কলহ বিরাজ করতে থাকে।

কলহের জের ধরে ৯ তারিখ সামিয়া তার স্বামী নাসিমকে নিয়ে তার বাবর বাড়ী চলে আসেন। বাবার বাড়িতে কাবিনের টাকা নিয়ে সামিয়া তার স্বামীর মাঝে কথা কাটাকাটি হয় এবং তা স্বামী নাসিম রাগারাগি করে সামিয়াকে রেখে নিজ বাড়িতে চলে যায়।

১৩ (ফেব্রুয়ারি) রাতে সামিয়া তার বাবা-মার সাথে একই রুমে ঘুমান। সকালে তার বাবা-মা সকাল ৬ টার দিকে কাজে বের হয়ে যান। পরবর্তীতে সকাল ৮ টার সময় তার বোন উর্মিলা ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান এবং খোলার জন্য ডাকাডাকি করে।

ভিতর থেকে দরজা না খোলায় পরিবারের লোকজনের সন্দেহ হয়। পরিবারের লোকজন দরজা ভেঙে ঘরে প্রবেশ করে দেখেন ভিকটিম সামিয়া আক্তার গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে ফ্যানের সাথে ঝুলছে । পরিবারের লোকজন স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে দ্রুত আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

আড়াইহাজর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এই বিষয়ে পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Exit mobile version