Site icon বার্তা প্রকাশ

আড়াইহাজারে মাদক বিক্রেতা লেংরা শফিককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে জনতা

আড়াইহাজারে মাদক বিক্রেতা লেংরা শফিককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে জনতা

আড়াইহাজারে মাদক বিক্রেতা লেংরা শফিককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে জনতা

আড়াইহাজার প্রতিনিধি :

আড়াইহাজারে মাদক বিক্রেতা লেংরা শফিককে (৪৫ ) আটক করে পুলিশে দিয়েছে জনতা । মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী গ্রাম থেকে তাকে মাদকসহ হাতে—নাতে আটক করে জনতা। সে ওই গ্রামের জজ মিয়ার ছেলে। গোপালদী তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এস আই) হাসান মাতুব্বর জানান , শফিক দীর্ঘদিন ধরে এলাকায় বসে গাঁজাসহ বিভিন্ন মাদক বিক্রি করে আসছিল। এর আগে ও শফিককে মাদকসহ একাধিকবার গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু তার মাদক বিক্রি বন্ধ হয়নি। এতে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে তার বাড়ি রামচন্দ্রদী গ্রামে মাদক বিক্রির সময় হাতে—নাতে ধরে ২ কেজিগাঁজাসহ পুলিশের নিকট সোর্পদ করে। তার বিরুদ্ধে আড়াইহাজার থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Exit mobile version