ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা লাক মিয়াকে ১০ দিনের রিমান্ড চেয়ে কোর্টে প্রেরণ - বার্তা প্রকাশ

ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা লাক মিয়াকে ১০ দিনের রিমান্ড চেয়ে কোর্টে প্রেরণ

ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা লাক মিয়াকে ১০ দিনের রিমান্ড চেয়ে কোর্টে প্রেরণ

আড়াইহাজার প্রতিনিধি :

আড়াইহাজারের ব্রাহ্মন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য লাক মিয়াকে ১০ দিনের রিমান্ড চেয়ে কোর্টে প্রেরণ করা হয়ছে।

বুধবার দুপুরে আড়াইহাজার থানা পুলিশ ২টি ভাংচুরের মামলায় গ্রেফতার দেখিয়ে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কোর্টে প্রেরণ করেন। আদালত রিমান্ড শুনানীর জন্য বৃহস্পতিবার ধার্য্য করেন।

এর আগে মঙ্গলবার দুপুর দেড়টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে ত্যা, অস্ত্র, চেক জালিয়াতিসহ ৯ মামলার পলাতক আসামী আড়াইহাজারের ব্রাহ্মন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা লাক মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের কাঞ্চন সেতুর টোলপ্লাজা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত লাক মিয়া আড়াইহাজারের ব্রাহ্মন্দী ইউনিয়নের উজান গোবিন্দী এলাকার ছাবেদ আলীর ছেলে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, ৫ আগষ্ট গণ অভ্যুত্থানের পর থেকে আড়াইজারের ব্রাহ্মন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আড়াইহাজার উপজেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য লাক মিয়া পলাতক ছিল ।

তার বিরুদ্ধে আড়াইহাজার, মাধবদী ও ভাটারা থানায় হত্যা, অস্ত্র, চেক জালিয়াতিসহ ৯ মামলা রয়েছে। তাছাড়া চেক জালিয়াতি মামলায় সে ১ বছরের দন্ড প্রাপ্ত আসামী।

দুপুরে এশিয়ান হাইওয়ে সড়কের কাঞ্চন সেতুর টোলপ্লাজার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃত লাক মিয়াকে আড়াইহাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গ্রেপ্তারকৃত লাক মিয়ার বিরুদ্ধে এলাকার নিরীহ মানুষের বিরুদ্ধে জমি ও বাড়ী দখলের অনেক অভিযোগ রয়েছে। আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, তার বিরুদ্ধে মামলা গুলো খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, আমরা ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করার পর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত রিমান্ড শুনানীর জন্য বৃহস্পতিবার দিন ধার্য্য করেন।

ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা লাক মিয়াকে ১০ দিনের রিমান্ড চেয়ে কোর্টে প্রেরণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *