Site icon বার্তা প্রকাশ

ঈদের ছুটিতেও সোনারগাঁয়ে পরিবার পরিকল্পনা বিভাগের জরুরি সেবা চালু

ঈদের ছুটিতেও সোনারগাঁয়ে পরিবার পরিকল্পনা বিভাগের জরুরি সেবা চালু

পীর মোহাম্মদ নারায়নগঞ্জ।

পবিত্র ঈদুল আযহার ছুটিতে স্বাস্থ্যসেবায় কোনো ধরনের ঘাটতি না থাকায় সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে পরিবার পরিকল্পনা বিভাগের জরুরি সেবা অব্যাহত ছিল।

ঈদের দিনেও কেন্দ্রটিতে উপস্থিত থেকে সেবা প্রদান করেন পরিবার কল্যাণ পরিদর্শিকা জনাব রূপালী আক্তার। এ সময় তিনি সাধারণ রোগীদের চিকিৎসা, প্রসব-পূর্ব, প্রসবকালীন ও পরবর্তী সেবা, গর্ভকালীন চেকআপ, শিশু সেবা এবং পরিবার পরিকল্পনা পদ্ধতির আওতায় মোট ৫৮ জনকে সেবা দেন। কোভিড-১৯ সংক্রমণের ঝুঁকি বাড়ায় সেবা গ্রহণকারীদের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলাসহ সচেতনতা বৃদ্ধিতে বার্তা পৌঁছে দেওয়া হয়।

পরিবার পরিকল্পনা পরিদর্শক ইমরান আহমেদ জানান, কেন্দ্রটিতে ২৪ ঘণ্টা নিরাপদ প্রসবসহ ANC/PNC সেবা চালু রয়েছে এবং যেকোনো জরুরি প্রস্তুতিও নেওয়া আছে।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাবা মনিরা মুক্তার সার্বিক তত্ত্বাবধানে এ সেবা নিশ্চিত করা হয়। ছুটিকালীন সময়ে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের জরুরি সেবা কার্যক্রমের সার্বিক তদারকিতে ছিলেন উপ-পরিচালক শহিদুল ইসলাম। এই সেবামূলক কার্যক্রম জনস্বাস্থ্য রক্ষায় পরিবার পরিকল্পনা বিভাগ নিরলসভাবে উৎসবের দিনেও কাজ করে যাচ্ছে।

Exit mobile version