পীর মোহাম্মদ নারায়ণগঞ্জ:
শীতলক্ষ্যার ভাঙনে হুমকিতে থাকা কবরস্থান রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগ নারায়ণগঞ্জের বন্দর উপজেলার শান্তিনগর কবরস্থানটি শীতলক্ষ্যা নদীর ভাঙনের কবলে পড়ায় দাফন কার্যক্রমসহ স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়।
অবশেষে বাংলাদেশ পানি সম্পদ মন্ত্রণালয়ের অর্থায়নে এবং জেলা পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে কবরস্থানটি রক্ষায় নির্মাণকাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের শান্তিনগর এলাকায় প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় দোয়া ও মোনাজাতের মাধ্যমে কার্যক্রমের সূচনা করা হয়।
রক্ষাকাজের বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আল-আমিন এন্টারপ্রাইজ। প্রশাসনের দ্রুত পদক্ষেপে বাস্তবায়ন সামাজিক যোগাযোগমাধ্যম ও জাতীয় গণমাধ্যমে বিষয়টি প্রকাশিত হলে তা কর্তৃপক্ষের নজরে আসে।
পরবর্তীতে ২৪ জুন বন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান সরেজমিন পরিদর্শন করেন এবং জরুরি ভিত্তিতে প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেন। তার সক্রিয় তত্ত্বাবধানেই এই রক্ষাকাজ শুরু হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতি উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সমাজসেবক হাজী কফিল উদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন শান্তিনগর পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া, স্থানীয় যুবনেতা তরিক হোসেন বাপ্পি, প্রোভাইডার প্রতিষ্ঠান মিসেস ফাতিয়া ট্রেডার্স-এর প্রতিনিধি সপ্ন মিয়া, করিম মিয়া, দিপু, রফিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় এলাকাবাসী জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ড এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি প্রকল্পের দ্রুত ও টেকসই বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেন।