Site icon বার্তা প্রকাশ

নির্বাহী অফিসার বরাবর আবেদনে এতিম ও দুস্থ ছাত্র ছাত্রীদের জানমালের নিরাপত্তায় মিলবে কি বাউন্ডারি ওয়াল

আলআমিন কবির সোনারগাঁও নারায়ণগঞ্জ প্রতিনিধি

  সোনারগাঁয়ে মাদ্রাসার এতিম ও দুস্থ ছাত্র ছাত্রীদের জানমালের নিরাপত্তায়  মাদরাসার দুই পাশে ২টা বাউন্ডারী ওয়াল নির্মাণের জন্য – গত ০১ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান  বরাবর লিখিত ভাবে আবেদন করেন মাদ্রাসা কর্তৃপক্ষ।

  ভারতীয় উপমহাদেশের বুকে সর্বপ্রথম হাদিসের অধ্যায়ন কেন্দ্র এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের হারিয়ে যাওয়া ঐতিহ্যকে পুনরায় রূপদানের উদ্দেশ্যে মাদরাসাতুশ শরফ আল ইসলামিয়া শিশু সদন, নদভীনগর (দমদমা ও ভৈরবদী) প্রতিষ্ঠিত হয়। এবং এই প্রতিষ্ঠানের অধীনে পৃথক পৃথক ৪টি প্রতিষ্ঠান পরিচালিত হয়ে আসছে।

উক্ত প্রতিষ্ঠানের এতিম ও দুস্থ ছাত্র ছাত্রীসহ সকলের জান মালের নিরাপত্তার জন্য দুই সাইডে দুইটি বাউন্ডারি ওয়াল খুবই প্রয়োজন। কেননা এখানে কয়েক শত এতিম ও দুস্থ ছাত্রছাত্রীরা পড়াশুনা করে আসছেন পড়াশুনা ফাঁকে খেলার মাঠে খেলতে গিয়ে নানান প্রতিবন্ধকতার শিকার হন তারা আশেপাশে জরাজীর্ণ এলাকা হওয়ায় বিভিন্ন সময় মাদক সেবিদের উপস্থিতি লক্ষ্য করা যায়  তাই কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তা প্রয়োজন।

  সুতরাং পূর্ব পাশে উত্তর দক্ষিন লম্বালম্বি ২৯৬ ফুট উচ্চতা ৮ ফুট। পশ্চিম পাশে উত্তর দক্ষিন ও পশ্চিম দিকে এল হয়ে লম্বালম্বি ভাবে ৩৮৯ ফুট উচ্চতা ৮ ফুট। (সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ সড়ক থেকে মাদরাসার ভবন পর্যন্ত) দুইটি বাউন্ডারী ওয়াল নির্মান করা অতীব জরুরী বলে মনে করেন মাদ্রাসা কর্তৃপক্ষ সহ এলাকাবাসী অতএব, এতিম ও দুস্থ ছাত্র ছাত্রীদের সার্বিক নিরাপত্তার জন্য দুই সাইডে দুইটিবাউন্ডারি ওয়াল নির্মানের জন্য উপজেলা নির্বাহী অফিসার নারায়ণগঞ্জ  সুদৃষ্টি কামনা করেন।

ওবাইদুল কাদের নদভী কাসেমী প্রতিষ্ঠাতা পরিচালক মাদরাসাতুশ শরফ আল- ইসলামিয়া শিশু সদন ও তার অঙ্গ প্রতিষ্ঠান সমূহ মাদরাসাতুশ শরফ আল-ইসলামিয়া শিশু সদন সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমানকে তথ্য জন্য  একাধিকবার ফোন করা হলে ওপার থেকে ফোনটি রিসিভ হয়নি

Exit mobile version