বিএনপির লিফলেট বিতরণে বাঁধা,সাংবাদিকদের গুলি করার হুমকি!
বার্তা প্রকাশ ডেস্কঃ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির ৩১ দফা সম্মিলিত লিফলেট বিতরণকালে বাঁধা প্রদান করেন ঢাকা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ সমর্থক পন্থীরা।
গতকাল সোমবার সকাল থেকে কেন্দ্রীয় বিএনপি’র মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার উপজেলার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন। বিতরণকালে সাতগ্রাম ইউনিয়নের পাঁচরুখি, বান্টি ও পুরিন্দা এলাকায় পৌঁছালে আজাদ পন্থীরা বাঁধা প্রদান এবং লিফলেট বিতরণে নেতাকর্মীদের উপর হামলা চালায়।
এ সময়ে স্থানীয় এলাকাবাসীর গণধোলাইয়ের শিকার হন বাঁধা প্রদানকারী। হামলায় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও ফতেপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহীদুল্লাহ্ মিয়াসহ ৮/১০ জন আহত হন।
পাচরুখি এলাকায় পারভীন সমর্থকের গাড়ি পৌঁছালে,সাংবাদিকদের বহনকরা গাড়ীতে সুটার সজিব নামের আজাদের এক কর্মী কমরে হাত দিয়ে গুলি করার হুমকি দিয়ে গাড়ী তাড়িয়ে দেন।
পরে তার সমর্থকরা এলোপাতাড়ি হামলা চালায়। এবিষয়ে আড়াই হাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত উল্লাহ জানান,দুপক্ষের বিক্ষুব্ধ ঘটনার কথা শুনে সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি,বর্তমানে পরিস্থিতি শান্ত আছে এবিষয়ে অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
