বিশেষ প্রতিনিধি নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঞ্চল্যকর ব্যবসায়ী মামুন ভূঁইয়া হত্যা মামলার পলাতক এজাহারভুক্ত আসামি রাসেল ফকির (২৫) অবশেষে র্যাব-১১-এর হাতে গ্রেপ্তার হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) রাত ৯টার দিকে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গত ১০ জুন বিকালে রূপগঞ্জের ভুলতা ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় স্থানীয়রা খোকা নামের একজনকে আটক করলে, তাকে ছাড়াতে গিয়ে জাহিদুল ইসলাম বাবুর নেতৃত্বে একদল সশস্ত্র ব্যক্তি এলোপাতাড়ি গুলি চালায়।
এতে ব্যবসায়ী মামুন ভূঁইয়া (৩৫) গুলিবিদ্ধ হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মামুন ভুলতা ইউনিয়নের মাঝিপাড়া গ্রামের মৃত আব্দুল মান্নান ভূঁইয়ার ছেলে।
এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা (মামলা নং-১৬, তারিখ-১০ জুন ২০২৫) দায়ের করা হয়। র্যাব-১১ এর একটি চৌকস দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রাসেল ফকিরকে গ্রেপ্তার করে।
পরে তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। উল্লেখ্য, র্যাব-১১ প্রতিষ্ঠালগ্ন থেকে সন্ত্রাস, মাদক, হত্যা, অস্ত্র ও জঙ্গি দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
বিভিন্ন অভিযানে র্যাব-১১ ইতোমধ্যে শতাধিক হত্যাকাণ্ডের আসামি, অস্ত্র, মাদক, অপহরণকারী ও চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তার করে জনআস্থার প্রতীক হয়ে উঠেছে।