বিশেষ প্রতিনিধি, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ মোশারফ হোসেন (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (১৫ জুলাই ২০২৫) সন্ধ্যায় মিজমিজি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সিদ্ধিরগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) মোঃ শামীম রেজা সঙ্গীয় ফোর্সসহ কিলো-৩ ডিউটি পালনকালে সন্ধ্যা ৭টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, মিজমিজি এলাকার আব্দুল আলীর পুলের উপর পাকা রাস্তায় এক ব্যক্তি গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে অফিসার ইনচার্জসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়। পরবর্তীতে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত মোশারফ হোসেন (৪৫), পিতা: মৃত শহিদুল্লাহ, মাতা: ফরিদা বেগম, সাং: মিজমিজি দক্ষিণপাড়া, থানা: সিদ্ধিরগঞ্জ, জেলা: নারায়ণগঞ্জ।
তল্লাশিকালে তার হাতে থাকা বাজারের ব্যাগ থেকে এক কেজি ওজনের গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২০ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোশারফ হোসেন গাঁজা বিক্রির উদ্দেশ্যে হেফাজতে রাখার বিষয়টি স্বীকার করেন।
এ ঘটনায় তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর টেবিল ১৯(ক) ধারায় একটি নিয়মিত মামলা রুজু করে বুধবার (১৬ জুলাই) তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।