সোনারগাঁয়ে শম্ভুপুরা ইউনিয়নের চেলারচর ১০৩ নং দিশারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজিত বার্ষিক পুরস্কার বিতরণী ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় ২৯ ডিসেম্বর রবিবার সকালে বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়, সাইফুল ইসলাম খোকনের সঞ্চালনায় এবং আলম চাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আয়াত আলী, চেলার চর মসজিদ কমিটির সাধারণ সম্পাদক এম এ আউয়াল, মতিউর রহমান মেম্বার, নার্গিস সুলতানা, অলিউল্লা প্রধান, জাকির হোসেন, জসীমউদ্দীন, শাহীন মিয়া, সানোয়ার হোসেন, ইয়াসিন মিয়া, স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রী এবং অভিভাবকবৃন্দ প্রমুখ। এ সময় বক্তারা শিক্ষার মান উন্নয়নের জন্য বিভিন্ন নতুন নতুন পদক্ষেপ নিবেন বলে আশ্বস্ত করেন, অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় কার্যকরী কল্যাণ পরিষদ বেসরকারি সৌজন্যে।