সোনারগাঁয়ে মহাসড়ক দখল করে অবৈধ কাঁচা বাজার স্থাপন,প্রশাসন নিরব। - বার্তা প্রকাশ

সোনারগাঁয়ে মহাসড়ক দখল করে অবৈধ কাঁচা বাজার স্থাপন,প্রশাসন নিরব।

বার্তা প্রকাশ ডেস্কঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার    মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক দখল করে অবৈধ কাঁচা বাজার ও ফলের দোকান বসানোর ফলে প্রতিনিয়ত সড়কে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট৷ ঢাকা থেকে ছেড়ে আসা মেঘনাগামী যাত্রীবাহী বাস থেকে চৌরাস্তা স্টপেজে যাত্রীদের উঠানামা দূর্বিষহ হয়ে উঠেছে।

তারা গন্তব্যে যাওয়ার জন্য গাড়ী থেকে নামার সময় দুর্ভোগ এখন চরমে। সাধারণ পথচারীদের স্বাভাবিক চলাচলেও বিঘ্ন ঘটছে। সরজমিনে ঘুরে দেখা যায়,এই জায়গাটি উপজেলায় যাওয়ার প্রবেশ মুখ হওয়ায় এমনি এখানে জ্যাম লেগে থাকে। তারউপর হাইওয়ে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারী না থাকায় মহাসড়কের উপর হাট-বাজার বসিয়ে বাণিজ্য করেছে একটি প্রভাবশালী মহল। দীর্ঘদিন ধরে সড়কে চলাচলে মানুষের চরম ভোগান্তি হলেও নীরব ভূমিকা প্রশাসনের।

সোনারগাঁয়ে মহাসড়ক দখল করে অবৈধ কাঁচা বাজার স্থাপন,প্রশাসন নিরব।

এ কারণে সাধারণ মানুষের মধ্যে তৈরি হচ্ছে ক্ষোভ। উপজেলার ব্যস্ততম জায়গা মোগরাপাড়া চৌরাস্তায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দখল করে উপজেলামূখি লেনের আওয়ামী লীগ অফিস থেকে মারিখালীব্রীজ পর্যন্ত দীর্ঘ এলাকা দখল করে মাছ,তরকারি,কাঁচামাল,ফল সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের পসরা সাজিয়ে বসেন দোকানদাররা। দোকানিরা এসব ব্যবসার করার বিনিময়ে দৈনিক বা মাসিক হারে ভাড়া পরিশোধ করলেও কার কাছে ভাড়া দেওয়া হয় তা বলতে চান না তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান,আওয়ামী লীগ সরকার পতনের পর,বর্তমানে বিএনপির কতিপয় ব্যক্তি রাজনৈতিক প্রভাব খাঁটিয়ে পূর্বের ন্যায় মহাসড়কের উপর ফল ও কাঁচা বাজার সহ নানারকম জিনিসপত্রের পশরা বসাইয়াছেন। এছাড়াও সড়কের জায়গা দখল করে গাড়ির স্ট্যান্ড বসিয়ে ছোট বড় বিভিন্ন যানবাহন থেকে নিয়মিত চাঁদা আদায় করা হচ্ছে। তারা আরও বলেন সোনারগাঁ হাইওয়ে পুলিশ নিয়মিত মাসোহারা পাচ্ছেন বলেই দেখেও না দেখার অভিনয় করে যাচ্ছেন।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমান বলেন,এ বিষয় আমরা অবগত হয়েছি,শীগ্রই ব্যবস্থা নেবো। কাঁচপুর হাইওয়ে থানার ওসি অহিদ মোর্শেদ  জানান,মহাসড়কের অবৈধ দখল উচ্ছেদ করতে অভিযান চালিয়ে যাচ্ছি। ফুটপাতে কোন ধরনের দখল বা চাদাঁবাজি হতে দেয়া হবে না। আমরা এ ব্যপারে কঠোর ভূমিকায় থাকবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *