সোনারগাঁয়ে লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু শেখ
এনামূল হক বিদ্যুৎ,
সোনারগাঁ প্রাচীন বাংলার রাজধানী ঐতিহাসিক সোনারগাঁয়ে মাসব্যাপী লোকজ উৎসব ও কারুশিল্প মেলা উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বিকালে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (সোনারগাঁ জাদুঘর) এর ময়ূরপঙ্খী মঞ্চে মাসব্যাপী লোকজ উৎসব ও কারুশিল্প মেলার উদ্বোধন করেন,বাংলাদেশ সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের উপ-পরিচালক এ কে এম আজাদ সরকার। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মোঃ মফিদুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান,ঢাকা রিজিয়ন ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার মোঃ নাইমুল হক। নতুন প্রজন্মের কাছে লোকজ সাংস্কৃতিক ঐতিহ্যের পরিচিতি ও মেলবন্ধনের প্রয়াসে বাংলাদেশ সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের আয়োজনে লোকজ উৎসব ও কারুশিল্প মেলা শুরু হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি মোস্তফা সরয়ার ফারুকী শিল্পাচার্য জয়নুল আবেদিন আজীবন সম্মাননা ২০২৪ বিজয়ী নকশী কাঁথার শিল্পী হোসনে আরাকে তিন লাখ টাকার চেক প্রদান ও দেড় ভড়ি ওজনের স্বর্ণের মেডেল পরিয়ে দেন। তামা কাঁসা পিতল
শিল্পী মো.মানিক সরকারকে তিন লাখ টাকার চেক প্রদান ও এক ভড়ি ওজন স্বর্ণের মেডেল,দারুশিল্পের শিল্পী বীরেন্দ্র চন্দ্র সূত্রধরকে এক লাখ টাকার চেক প্রদান ও এক ভড়ি ওজন স্বর্ণের মেডেল,মৃৎশিল্প টেপাপুতুল শিল্পী সুনিল পালকে এক লাখ টাকার চেক প্রদান ও এক ভড়ি ওজনের স্বর্ণের মেডেল এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিল্পী মিলন চিসিমকে এক লাখ টাকার চেক প্রদান ও এক ভড়ি ওজনের স্বর্ণের মেডেল পরিয়ে দেন।
এবার মেলায় রয়েছে কর্মরত কারুশিল্প প্রদর্শনীতে ৩২ টি স্টলসহ সর্বমোট ১ শত স্টল। এতে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের প্রথিতযশা ৬৪ জন কারুশিল্প সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। লোকজ উৎসব ও কারুশিল্প মেলা ২০২৫ এর অনুষ্ঠানমালায় রয়েছে বাউলগান,পালাগান,কবিগান,ভাওয়াইয়া- ভাটিয়ালীগান,জারি-সারিগান
হাছন রাজারগান, লালন সঙ্গীত,মুর্শিদীগান,আলকাপ গান,গায়ে হলুদেরগান,ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান, শরিয়তী-মারফতীগান,লোককবিতা পাঠের আসর, পুঁথিপাঠ,গ্রামীণ খেলা,লাঠিখেলা,ঘুড়ি ওড়ানো, ভালোবাসার তামা-কাঁসা-পিতল শিল্পের প্রদর্শনী, লোকজজীবন প্রদর্শনী,পুতুল নাচ,বায়স্কোপ, চর্যাগীতি,সেমিনার আয়োজন,লোকগল্প বলা,পিঠা প্রদর্শনী ইত্যাদি।
মাসব্যাপী লোকজ উৎসব ও কারুশিল্প মেলা ২০২৫ প্রতিদিন সকাল দশটা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। ১৯৯১ সাল থেকে নিয়মিত চলছে এই উৎসব।