সোনারগাঁয়ে বিএনপির দুই গ্রুপের সংর্ঘষে উপজেলা প্রশাসন আয়োজিত বিজয় মেলা বাতিল। - বার্তা প্রকাশ

সোনারগাঁয়ে বিএনপির দুই গ্রুপের সংর্ঘষে উপজেলা প্রশাসন আয়োজিত বিজয় মেলা বাতিল।

বার্তা প্রকাশ ডেস্কঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মহান বিজয় দিবসে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছে। গতকাল সোমবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টায় সোনারগা উপজেলা শহীদ বেদিতে,নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিমের সমর্থকদের সাথে উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান,উপজেলা চত্বরে সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম সকাল ১০টায় বিএনপির নেতাকর্মীদের নিয়ে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে সকাল ১১টায় নেতাকর্মীদের নিয়ে ফুল দিতে আসেন উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান। শ্রদ্ধা জানানোর পর অধ্যাপক রেজাউল করিমের লোকজন উপজেলা চত্বর থেকে বের হওয়ার সময় মান্নান সমর্থকদের উস্কানিতে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মান্নান সমর্থকরা অতর্কিত ভাবে রেজাউল করিম সমর্থকদের ওপর হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

সংঘর্ষে রেজাউল করিম সমর্থিত থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে আলম ইয়াছিন নোবেল, শাহপরান,আনোয়ার,হাবিবুর রহমান গুরুতর আহত হন এবং মান্নান গ্রুপের মোবারক হোসেন, মামুন মিয়া,রিফাত হোসেন ও রনি আহত হন। আহতদের সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় অংশ নিয়ে অধ্যাপক রেজাউল করিম অভিযোগ করে বলেন,বিএনপির নাম ভাঙ্গিয়ে একটা গ্রুপ বিগতদিনে সোনারগাঁয়ে চাঁদাবাজী ও সন্ত্রাসী কর্মকান্ডে চালিয়ে আসছে। বীর শহীদদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণের সময় মান্নান গ্রুপের চিহৃত সেই সন্ত্রাসীদের হামলায় নোবেলসহ আরও বেশ কয়েকজন বিএনপি নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। এ বিষয়ে জানতে বিএনপি নেতা আঃ মান্নান’র মুঠোফোনে কল দিলে তিনি তা রিসিভ করেননি। এব্যাপারে চমৎকার কথা বলেছেন সোনারগাঁ থানার ওসি আঃ বারী। তিনি বলেন,সংঘর্ষ না হলে বুঝবো কিভাবে দেশে রাজনৈতিক দল সক্রিয় আছে। তবে সংঘর্ষের খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উত্তেজনার কারণে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বিজয় মেলা বাতিল করতে বাধ্য হয় আয়োজকরা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *