Site icon বার্তা প্রকাশ

সোনারগাঁ ক্যাপিটাল স্কুলে ‘শেয়ারিং অ্যান্ড কেয়ারিং’ ক্যুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

সোনারগাঁ প্রতিউল্লেখ করুন) সোনারগাঁ ক্যাপিটাল স্কুল এন্ড কলেজ-এ অনুষ্ঠিত হয়েছে বম্বে সুইটস কোম্পানি লিমিটেড এর উদ্যোগে আয়োজিত “শেয়ারিং অ্যান্ড কেয়ারিং” শীর্ষক একটি কুইজ প্রতিযোগিতা।

এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্লে থেকে শুরু করে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানের প্রসার ও বন্ধুত্বপূর্ণ মনোভাব গড়ে তোলার লক্ষ্যেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে।

পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন বম্বে সুইটস অ্যান্ড কোম্পানি লিমিটেড-এর এক্সপার্ট টিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সম্মানিত রেক্টর ইঞ্জিনিয়ার মোঃ আমিনুল ইসলাম।

 

তিনি শিক্ষার্থীদের এমন অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও শিক্ষামূলক আয়োজনের প্রতি গুরুত্বারোপ করেন। শিক্ষার্থীদের মুখে ছিলো আনন্দের হাসি, আর অভিভাবকদের চোখে ছিলো সন্তুষ্টি ও কৃতজ্ঞতা এমন একটি সুন্দর আয়োজনের জন্য।

 

Exit mobile version