সোনারগাঁ ক্যাপিটাল স্কুল এন্ড কলেজের সার্বিক ব্যবস্থাপনায় সোনারগাঁ ফাউন্ডেশন জুনিয়র বৃত্তি পরীক্ষা সোনারগাঁ ক্যাপিটাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে অত্যন্ত চমৎকার পরিবেশে শীতাতাপ নিয়ন্ত্রিত শ্রেণীকক্ষে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম দিনে বাংলা ও গণিত অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষায় সোনারগাঁও উপজেলার প্রায় পঁচিশটি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর দুইশত ছাপান্ন জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে উপস্থিত ছিলেন সোনারগাঁ ক্যাপিটাল স্কুল এন্ড কলেজের সভাপতি ও বৃত্তি পরীক্ষা আয়োজক কমিটির সভাপতি জনাব মোহাম্মদ আক্তার হোসেন, আরো উপস্থিত ছিলেন সোনারগাঁ ক্যাপিটাল স্কুল এন্ড কলেজের পরিচালক জনাব রাশেদুল ইসলাম, পীর মোহাম্মদ, খায়রুল আলম, শাকিল সাইফুল্লাহ, সাইফুল ইসলাম খোকন। আরো উপস্থিত ছিলেন বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবক বৃন্দ। কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন সোনারগাঁ ক্যাপিটাল স্কুল এন্ড কলেজের পরিচালক ও রেক্টর ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম।