Site icon বার্তা প্রকাশ

২ ব্যাটারি চোর আটক

আড়াইহাজার প্রতিনিধি :

আড়াইহাজারে মসজিদ থেকে আইপিএসের ব্যাটারি চুরি করে পালানোর সময় স্থানীয় জনতার হাতে আটক হয়েছে ২ চোর। সেমাবার (১৭ মার্চ) রাত ৩ টায় আড়াইহাজার পৌরসভার বাঘানগর গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলো দুপ্তারা ইউনিয়নের পাল্লা গ্রামের মতিউর রহমানের ছেলে আওলাদ হোসেন (৩২) ও নরসিংদী জেলার মাধবদী থানার চকরিয়া গ্রামের আমির আলীর ছেলে সবুজ (২০)।

সবুজ মুকুন্দী গ্রামের ইউনুস মাস্টারের বাড়ির ভাড়াটিয়া।স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন আওলাদ হোসেন ও সবুজ চুরির উদ্দেশ্যে বাঘানগর জামে মসজিদের সামনে অবস্থান করে। পরে রাত ৩ টার সময় সুযোগ বুঝে কাছে থাকা ব্যাগে আইপিএসের ব্যাটারি লুকিয়ে রাখে।

এ সময় ব্যাগ হাতে করে মসজিদ থেকে বের হয়ে দ্রুত হাঁটতে থাকেন তারা। অপরিচিত লোক ও হাতে বড় ব্যাগ দেখে স্থানীয়রা তাদের সাথে কথা বলেন কিন্তু তাদের কথাবার্তায় অসঙ্গতি পান। এরই মধ্যে মসজিদের ভিতরে গিয়ে স্থানীয় কয়েকজন দেখতে পান আইপিএসের ব্যাটারি নেই। ব্যাটারির সাথে সংযুক্ত তার বিচ্ছিন্ন। এসময় ২ চোর ব্যাটারির ব্যাগ ফেলে দৌড়ে পালাতে গেলে স্থানীয় জনতা তাদের ধরে ফেলে এবং মারধর করে।

পরে আড়াইহাজার থানায় খবর দিলে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, মসজিদের ব্যাটারি চুরির ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Exit mobile version