আড়াইহাজারে মাদক কারবারী ও সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেপ্তার ১৪
আড়াইহাজার প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাদক কারবারী ও সাজাপ্রাপ্ত আসামীসহ ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার ভোর থেকে বিকেল পর্যন্ত উপজেলার সালমদী, দুপ্তারাসহ বিভিন্ন এলাকা থেকে তাদের পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো শাহজালাল মিয়া (৩৫) মুনসুর আলী (৩০) , রাকিবুল হাসান (৪০), মঞ্জুর আলী (৪২) সেলিম মিয়া (৩৮), জুয়েল মিয়া (৩৫), শারমিন আক্তার (৩৮), রস্তম আলী, মাহফুজ মিয়া (২৪), রাকিব ইসলাম (২৪)। এদের মধ্যে শাহজালালকে ৫৪ পিস ইয়াবাসহ সালমদী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। সে দীর্ঘদিন যাবত পুলিশের চোখ ফাঁকি এলাকায় ইয়াবার ব্যবসা করে আসছে।
এর আগে একাধিকবার মাদক মামলায় গ্রেপ্তার হয়ে কারাভোগ করে বেড়িয়ে এসে ফের ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়ে। এছাড়াও নারী ও শিশু নির্যাতন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী শারমীন আক্তার দুপ্তারা এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন গণমাধ্যমকে জানান, গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।