জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে সোনারগাঁয়ে মশাল মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন - বার্তা প্রকাশ

জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে সোনারগাঁয়ে মশাল মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে সোনারগাঁয়ে মশাল মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

আওয়ামী সরকারের সকল গুম, খুন, দুর্নীতিসহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে সোনারগাঁয়ে মশাল মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সোনারগাঁ উপজেলা শাখা। বুধবার (৫ই ফেব্রুয়ারি) রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার যুগ্ম সদস্য সচিব মো: অনিকের নেতৃত্বে মোগড়াপাড়া চৌরাস্তা আল মদিনা শপিং কমপ্লেক্স থেকে মশাল মিছিল শুরু হয়ে মিছিলটি ১কিলোমিটার মহাসড়ক প্রদক্ষিণ করে।

পরে মোগড়াপাড়া চৌরাস্তা কেন্দ্রীয় মসজিদের সামনে এসে মশাল মিছিল শেষ হয়। মশাল মিছিলে শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার যুগ্ম সদস্য সচিব মুখলেসুর রহমান স্বজনের সঞ্চালনায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূখ্য সংগঠক জাহিদুল হক বাঁধন, যুগ্ম আহবায়ক শাকিল সাইফুল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন , সাজ্জাদ হোসাইন, সাব্বির,সাব্বির আল রাজ, ফারজানা আক্তার, হাবিবুর রহমান জিহাদ, শাফিন আহম্মেদ, মো ইরফান সাদিক, আবু সুফিয়ান, সিফাত, জাহিদুল ইসলাম সহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নারায়ণগঞ্জ জেলার যুগ্ম আহ্বায়ক শাকিল সাইফুল্লাহ বলেন, বিদেশের প্রেসক্রিপশনে বাংলাদেশ আর চলবে না।

ভারতে বসে দেশকে অস্থিতিশীল করতে চাইলে ছাত্রসমাজ তার দাতভাঙা জবাব দিতে প্রস্তুত আছে। যে হত্যাযজ্ঞ ও নৃশংসতা ফ্যাসিস্ট সরকার চালিয়েছে তার বিচার করতে হবে। আমরা এই সিস্টেমের বিরুদ্ধে আন্দোলন করেছি।

কেউ নব্য ফ্যাসিস্ট হয়ে উঠলে তাকেও ছাড় দেয়া হবে না। সমাবেশে নারায়ণগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূখ্য সংগঠক জাহিদুল হক বাঁধন বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সকল গুম, খুন, দুর্নীতিসহ রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতরা এখনো উপজেলার বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ প্রশাসনকে অপরাধীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান তারা।

জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে সোনারগাঁয়ে মশাল মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *