বিশেষ প্রতিনিধি,নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পারিবারিক বিরোধের জেরে সৎ মাকে পিটিয়ে হত্যার অভিযোগে দুই ভাইকে মুন্সিগঞ্জের শ্রীনগর থেকে গ্রেফতার করেছে র্যাব-১১। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই র্যাবের চৌকস আভিযানিক দল অভিযুক্তদের গ্রেফতার করতে সক্ষম হয়।
র্যাব সূত্রে জানা যায়, গত ১৪ জুলাই সকালে সিদ্ধিরগঞ্জ থানাধীন পশ্চিম কলাবাগ (সাইলো গেইট) এলাকায় পারিবারিক বসতবাড়িতে পূর্ব শত্রুতার জেরে মোছাঃ দিনু বেগম (৬০) নামের এক নারীকে কিল-ঘুষি, চর-থাপ্পড় ও লাথি মেরে গুরুতর জখম করে তার দুই সৎপুত্র। পরে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে রেফার করেন। সেখানে রাত ১০টায় তিনি মৃত্যুবরণ করেন।
ঘটনার পর ভিকটিমের ছেলে বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করলে র্যাব-১১ দ্রুত তদন্তে নামে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৫ জুলাই দিবাগত রাত ৩টা ৫০ মিনিটে মুন্সিগঞ্জের শ্রীনগর থানাধীন বিবন্দী এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় দুই আসামি—জহিরুল ইসলাম (৩৫) ও নজরুল ইসলাম (৩২), পিতা: ইসমাইল, সাং: পশ্চিম কলাবাগ—কে গ্রেফতার করে।
র্যাব জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাবের এমন তৎপরতায় জনগণের মধ্যে স্বস্তি ও আস্থা বেড়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।