সোনারগাঁওয়ে কুখ্যাত ডাকাত পায়েল ও দুই সহযোগী গ্রেফতার
সোনারগাঁ নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় কুখ্যাত ডাকাত পায়েল ও তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (১৪ এপ্রিল) বিকেল ৬টার দিকে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—উপজেলা মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর গ্রামের আবু সাইদের ছেলে পিয়াল (৩০), পিরোজপুর ইউনিয়ন জৌনপুর এলাকার টিপুর ছেলে আরাফাত (২০), এবং পৌরসভার দৈলেরবাগ এলাকার নুরুল ইসলামের ছেলে শাওন হোসেন (২৫)। তিনজনই আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে সোনারগাঁসহ নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও অস্ত্র আইনের মামলা রয়েছে।
