সোনারগাঁয়ে অটোরিকশা ছিনতাই,নদে মিললো চালকের লাশ। - বার্তা প্রকাশ

সোনারগাঁয়ে অটোরিকশা ছিনতাই,নদে মিললো চালকের লাশ।

সোনারগাঁয়ে অটোরিকশা ছিনতাই,নদে মিললো চালকের লাশ।

বার্তা প্রকাশ ডেস্কঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নয়ন (৩২) নামে এক অটোরিকশা চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপজেলার দড়িকান্দি এলাকায় লাঙ্গলবন্দ সেতুর নিচে ব্রহ্মপুত্র নদের পানিতে ভাসমান অবস্থায় লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী।

পরে নৌ-পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল প্রেরণ করেন। নিহত নয়ন মিয়া রাজধানীর মোহাম্মদপুর টিক্কাপাড়া এলাকার মৃত জয়নাল আবেদিনের ছেলে। সে সোনারগাঁ থানার সাদিপুর বেলপাড়া এলাকায় মোক্তার হোসেনের বাড়ীতে ভাড়াটিয়া হয়ে অটোরিকশা চালাতো।

বৈদ্দ্যেরবাজার নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শামীম উদ্দিন নিহতের স্বজনদের বরাত দিয়ে জানান,গতকাল বিকেলে নয়ন অটোরিকশা নিয়ে বের হয়ে রাতে আর বাড়ী ফিরেনি। পরবর্তীতে আজ সকালে তার লাশ পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে অটোরিকশাটি নিয়ে গেছে দূর্বৃত্তরা।

হত্যার সাথে জড়িতদের সনাক্ত ও অটোরিক্সাটি উদ্ধারের জন্য পুলিশের অভিযান চলছে। এ বিষয়ে নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ  উপ-পরিদর্শক মাহাবুব বলেন,ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে,এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সোনারগাঁয়ে অটোরিকশা ছিনতাই,নদে মিললো চালকের লাশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *