বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে আজ জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে। কর্মসূচির শুরুতেই অনুষ্ঠিত হয় একটি র্যালি, যা প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তাবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং জেলার বিভিন্ন শ্রেণিপেশার মানুষের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত হয় এক মতবিনিময় সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মোঃ আব্দুল ওয়ারেছ আনসারী, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আঃ মান্নান মিয়া এবং জেলা প্রাণিসম্পদ দপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
আলোচনা সভায় বর্তমানে দেশে ও জেলায় দুধের চাহিদা ও প্রাপ্যতা বিষয়ে একটি চিত্রসমৃদ্ধ (গ্রাফিকাল) উপস্থাপনা প্রদর্শন করা হয়, যা উপস্থিত সবাইকে বিষয়টি সম্পর্কে বাস্তবচিত্র তুলে ধরতে সহায়তা করে। এরপর শিশুদের হাতে দুধের গ্লাস তুলে দিয়ে দুধ পান করিয়ে দেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এ সময় তিনি বলেন, “শিশুদের সুস্বাস্থ্য ও সঠিক মানসিক বিকাশে দৈনিক দুধপানের বিকল্প নেই। প্রতিটি অভিভাবককে এ বিষয়ে আরও সচেতন হতে হবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সার্টিফিকেট তুলে দেন জেলা প্রশাসক।
এই আয়োজন নারায়ণগঞ্জে শিশুদের পুষ্টি সচেতনতা বৃদ্ধির পাশাপাশি দুগ্ধজাত পণ্যের গুরুত্ব বিষয়ে জনসচেতনতা গড়ে তোলায় এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে।