নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার হোসেনপুর এস.পি. ইউনিয়ন ডিগ্রী কলেজে এক হৃদয়ছোঁয়া পরিবেশে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ জুন ২০২৫) কলেজের অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী উপহার তুলে দেওয়া হয়। আয়োজনে সভাপতিত্ব করেন কলেজ গভর্নিং বডির সভাপতি মোঃ জিয়াউর রহমান জিসান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই-এর সাবেক পরিচালক, এম.আর. গ্রুপের চেয়ারম্যান ও সিআইপি আলহাজ্ব মোহাম্মদ বজলুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রকৌশলী আব্দুল মতিন,গভর্নিং বডির সদস্য মোঃ কবির হোসেন ভূঁইয়া বাবুল,শিক্ষক প্রতিনিধি মোঃ আব্দুল গনি ও মোঃ আহসান হাবীব, মহিলা শিক্ষক প্রতিনিধি নাসরীন আক্তার,কলেজ বোর্ড প্রতিনিধি মোঃ আলী আহমদ মেম্বার,ডিজি প্রতিনিধি মোঃ আব্দুল রশিদ,কো-অপ্ট সদস্য ও মেডিকেল অফিসার অধ্যাপক ডাঃ মো জাহাঙ্গীর আলম,হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক মিয়া, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মী পারভেজ আহম্মেদ।