জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকীতে শম্ভুপুরায় বিএনপির দোয়া মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ
স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ। সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও ঈদ সামগ্রী ও খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ জুন) দুপুরে ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত এ কর্মসূচিতে এলাকার অসহায় ও দুস্থ পরিবারদের মাঝে ঈদ সামগ্রী ও খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির ৪নং ওয়ার্ডের সাবেক সিনিয়র সহ-সভাপতি অলিউল্লাহ। প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল। বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেল।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক মাস্টার।সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন শিশিরএবং সাবেক সাধারণ সম্পাদক আশিক।