ঈদের ছুটিতেও সোনারগাঁয়ে পরিবার পরিকল্পনা বিভাগের জরুরি সেবা চালু
পীর মোহাম্মদ নারায়নগঞ্জ।
পবিত্র ঈদুল আযহার ছুটিতে স্বাস্থ্যসেবায় কোনো ধরনের ঘাটতি না থাকায় সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে পরিবার পরিকল্পনা বিভাগের জরুরি সেবা অব্যাহত ছিল।
ঈদের দিনেও কেন্দ্রটিতে উপস্থিত থেকে সেবা প্রদান করেন পরিবার কল্যাণ পরিদর্শিকা জনাব রূপালী আক্তার। এ সময় তিনি সাধারণ রোগীদের চিকিৎসা, প্রসব-পূর্ব, প্রসবকালীন ও পরবর্তী সেবা, গর্ভকালীন চেকআপ, শিশু সেবা এবং পরিবার পরিকল্পনা পদ্ধতির আওতায় মোট ৫৮ জনকে সেবা দেন। কোভিড-১৯ সংক্রমণের ঝুঁকি বাড়ায় সেবা গ্রহণকারীদের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলাসহ সচেতনতা বৃদ্ধিতে বার্তা পৌঁছে দেওয়া হয়।
পরিবার পরিকল্পনা পরিদর্শক ইমরান আহমেদ জানান, কেন্দ্রটিতে ২৪ ঘণ্টা নিরাপদ প্রসবসহ ANC/PNC সেবা চালু রয়েছে এবং যেকোনো জরুরি প্রস্তুতিও নেওয়া আছে।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাবা মনিরা মুক্তার সার্বিক তত্ত্বাবধানে এ সেবা নিশ্চিত করা হয়। ছুটিকালীন সময়ে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের জরুরি সেবা কার্যক্রমের সার্বিক তদারকিতে ছিলেন উপ-পরিচালক শহিদুল ইসলাম। এই সেবামূলক কার্যক্রম জনস্বাস্থ্য রক্ষায় পরিবার পরিকল্পনা বিভাগ নিরলসভাবে উৎসবের দিনেও কাজ করে যাচ্ছে।