৬৬ দেশের ১ হাজার মুসল্লির ওমরাহ ব্যয় নির্বাহের সিদ্ধান্ত সৌদির - বার্তা প্রকাশ

৬৬ দেশের ১ হাজার মুসল্লির ওমরাহ ব্যয় নির্বাহের সিদ্ধান্ত সৌদির

২০২৪ সাল শেষ হওয়র আগেই বিশ্বের ৬৬টি দেশের ১ হাজার মুসল্লির ওমরাহ ব্যয় নির্বাহের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরবের সরকার। মক্কার কাবা শরিফ, মদিনার মসজিদে নববি এবং সৌদি সরকারের অতিথি হিসেবে তারা ২০২৪ সাল শেষ হওয়ার আগেই ওমরাহ পালন করতে পারবেন। সরকারের পক্ষ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হবে।

আজ সোমবার সৌদির বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এ সংক্রান্ত একটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন। এক বিবৃতিতে দেশটির হজ এবং ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, মনোনীত সব ওমরাহ যাত্রীকে ইতোমধ্যে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে এবং পর্যায়ক্রমে তাদের আহ্বান করা হবে।

সৌদির ইসলামিক অ্যাফেয়ার্স বিষয়ক মন্ত্রী এবং সরকারি এই কর্মসূচির সুপারভাইজার শেখ আবদুল লতিফ আল শেখ বলেন, “বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত ইসলামিক স্কলার, শেখ এবং প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে ভাতৃত্ব ও সম্পর্ক স্থাপানই এ উদ্যোগ বা কর্মসূচির মূল লক্ষ্য।”

প্রসঙ্গত গত বেশ কয়েক বছর ধরে বিভিন্ন দেশের হাজার হাজার মুসল্লিকে নিজেদের আতিথ্যে ওমরাহ করিয়ে আসছে সৌদি। চলতি ২০২৪ সালে এ তালিকায় রাখা হয়েছিল বিশ্বের ১৪০টি দেশকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *