শীতের কনকনে ঠান্ডায় দরিদ্র ও অসহায় মানুষদের সাহায্য করতে এগিয়ে এলো সামাজিক ও সেবামূলক সংগঠন সমমনা প্লাটফর্ম। তাদের উদ্যোগে ৩,৫০০ পিস শীতবস্ত্র বিতরণের অংশ হিসেবে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চৌধুরীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমমনা প্লাটফর্মের উপদেষ্টা ও হোসেনপুর উচ্চ বিদ্যালয়ের ৮৬ ব্যাচের প্রাক্তন ছাত্র ব্রিগেডিয়ার জেনারেল জনাব জহিরুল হক খান। তিনি বলেন, শীতার্তদের এই দুর্দিনে পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে আমরা সমাজের প্রতি দায়িত্বশীলতার একটি সুন্দর উদাহরণ স্থাপন করছি। এবং বিভিন্ন সামাজিক কর্মকান্ডে আমাদের অংশগ্রহণ অব্যাহত থাকবে।
উল্লেখযোগ্য অতিথিদের মধ্যে ছিলেন প্রাক্তন শিক্ষক জনাব সাত্তার স্যার, চৌধুরীগাঁও জামে মসজিদের সভাপতি ডাক্তার রফিকুল ইসলাম খান, বিশিষ্ট সমাজসেবক মনির হোসেন মিনার এবং চৌধুরী গাঁও উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি জনাব আক্তার হোসেন।
এলাকার অসহায়, দরিদ্র ও বৃদ্ধ মানুষদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানটি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত থেকে এই উদ্যোগের প্রশংসা করেছেন। এক শুভাকাঙ্ক্ষী জানান, “সমমনা প্লাটফর্মের এই কাজ সমাজে উদাহরণ হয়ে থাকবে। আমরা আশা করি, এই ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠান শেষে অতিথি ও প্লাটফর্মের সদস্যরা এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন। এ উদ্যোগ মানুষের প্রতি ভালোবাসা ও সহমর্মিতার উজ্জ্বল দৃষ্টান্ত।
Leave a Reply