সোনারগাঁয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে বিএনপির হামলার শিকার হয়েছেন সাংবাদিক আনিছুর

সোনারগাঁয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে বিএনপির হামলার শিকার হয়েছেন সাংবাদিক আনিছুর

সোনারগাঁয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে বিএনপির হামলার শিকার হয়েছেন সাংবাদিক আনিছুর

শেখ এনামূল হক বিদ্যুৎ,

সোনারগাঁ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দৈনিক সময়ের আলো পত্রিকার সাংবাদিক মো.আনিছুর রহমান। গত সোমবার দুপুরে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) কার্যালয়ের সামনের এ ঘটনা ঘটে। আহত ওই সাংবাদিককে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় সাংবাদিক আনিছুর রহমান বাদি হয়ে গতকাল মঙ্গলবার সকালে ৪ জনকে বিবাদী করে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন। সাংবাদিক আনিছুর রহমানের ওপর হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন সাংবাদিক নেতারা।

হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার দাবি করেছেন তারা। জানা যায়,সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সামনের দু’পক্ষের সংঘর্ষ হতে পারে এমন সংবাদের ভিত্তিতে গত সোমবার দুপুরে দৈনিক সময়ের আলো পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি মো.আনিছুর রহমান তথ্য সংগ্রহ করতে যান।

এক পর্যায়ে সোনারগাঁ পৌরসভার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক ও তার ভাই হাসনাইনের হুকুমে তার আরেক ভাই মাহাবুবুর রহমান ও রায়হান হত্যা মামলার আসামী মোহন ছবি তোলার কারনে আনিছুর রহমানকে পিটিয়ে মারাক্তকভাবে আহত করে।

এক পর্যায়ে টেনে হেঁচড়ে অপহরণের চেষ্টা করে। এসময় আশপাশের লোকজন এগিয়ে এলে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে আহত সাংবাদিকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সোনারগাঁ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক বলেন,সাংবাদিকের ওপর হামলার ঘটনা ন্যাক্কারজনক।

এ হামলার নিন্দা জানাই। দ্রুত হামলাকারী ও হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার দাবি করেছেন তিনি। সোনারগাঁ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অসিত কুমার দাস বলেন,বিএনপি নেতা কর্মীরা বেপরোয়া হয়ে উঠেছে। হামলার সঙ্গে জড়িতদের বিচার দাবি করেন।

আগামী তিনদিনের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে মানববন্ধনসহ কঠোর কর্মসূচী দেওয়া হবে। আহত সংবাদিক আনিছুর রহমান বলেন,আমি জমি জামার কোন কাগজপত্র বুঝি না।

আমি কারো পক্ষে বিপক্ষে যাওয়ার প্রশ্নই উঠে না। সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিএনপির নেতাকর্মীদের হামলার শিকার হয়েছি। অভিযুক্ত সোনারগাঁ পৌরসভার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক বলেন, আমার ভগ্নিপতি হাসপাতালে মৃত্যু শয্যায়।

তবে এ ঘটনার সময় আমরা ছিলাম না। আমার ভগ্নিপতির একটি মামলার বিষয়ে আমাদের বিপক্ষে কাজ করছে। তবে কে এ ঘটনা ঘটিয়েছে আমি জানিনা।

সোনারগাঁয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে বিএনপির হামলার শিকার হয়েছেন সাংবাদিক আনিছুর

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। মামলা গ্রহন করে আসামীদের দ্রুত গ্রেপ্তার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *