সোনারগাঁয়ে ভূমিদস্যু ও হত্যাচেষ্টা মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী মোক্তার গ্রেফতার।
বার্তা প্রকাশ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের রামগোবিন্দেরগাও এলাকার মোক্তার হোসেনকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
সে হত্যা চেষ্টা মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী। একই ইউনিয়নের ভিটিকান্দি এলাকার মৃত মোস্তাজ উদ্দিনের ছেলে জিল্লুর রহমান কর্তৃক দায়েরকৃত মামলায় শনিবার (০৮-০২-২০২৫) দুপুরে তার অবস্থান শনাক্ত করে হোসেনপুর বাজার থেকে গ্রেফতার করা হয়।
অভিযুক্ত মোক্তার হোসেন এলাকায় দাঙ্গাহাঙ্গামাবাজ ও ভূমিদস্যূ হিসেবে পরিচিত। জানা যায়,গত ৩১-১-২০২৫ তারিখে ভিটিকান্দী এলাকার জিল্লুর রহমান কতৃক দায়েরকৃত অভিযোগের ভিত্তিতে সোনারগাঁ থানায় মামলাটি অন্তর্ভূক্ত হয়,যার মামলা নং-০২(১-২-২০২৫)।
মামলার বিষয়ে জিল্লুর রহমান বলেন, আসামী মোক্তার হোসেন একজন ভূমিদস্যু ও এলাকায় নিয়মিত হাঙ্গা দাঙ্গামা বাধিয়ে রাখে। মোক্তার সহ তার সহযোগিদের অত্যাচারে এলাকাবাসী অতীষ্ঠ। আমার পরিবারের সাথে তার দীর্ঘ দিনের বিরোধ চলে আসছিলো।
তারই জের ধরে গত ৩১/০১/২০২৫ তারিখ রাত ৮টার সময় আমার বড়ভাই মোয়াজ্জেম হোসেন বুলবুল (৫৫) সোনারগাঁ থানাধীন হোসেনপুর বাজারে আনোয়ারের পিঠার দোকানে বসে পিঠা খাচ্ছিলো। এমন সময়
১) মুক্তার হোসেন (৫২) পিতা-মৃত অকিল উদ্দিন,
২) নূর নবী (২৬) পিতা- মুক্তার হোসেন,
৩) খোকন (২৮) পিতা-আব্দুল লতিফ (লতু মিয়া),
৪) আব্দুল কাদির (৩০) পিতা- আঃ সাত্তার,
৫) মিনহাজ (১৯) পিতা- আব্দুল কাদির,
৬) আরমান (১৮) পিতা-আক্তার সহ অজ্ঞাতনামা আরও ৮/১০ জন বিবাদী সবাই মিলে,ধারালো রামদা,ছেনদা,চাপাতি,লোহার রড,এসএস পাইপ,বাঁশের লাঠি সহ দেশীয় অস্ত্র নিয়ে পিঠার দোকানে প্রবেশ করে অতর্কিত ভাবে হামলা চালিয়ে আমার ভাইকে হত্যার উদ্দেশ্যে এলোপাথারী ভাবে মারপিট করে মাথায়,পিঠে,বাম চোঁখে সহ শরীরের বিভিন্ন স্থানে নিলাফুলা জখম করে। খবর পয়ে আমরা ঘটনাস্থল গেলে তারা পালিয়ে যায়।
এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি আঃ বারী বলেন,এজায়েরভুক্ত ১নং আসামীকে গ্রেফতার করা হইয়াছে। থানার সকল প্রক্রিয়া শেষে অতি দ্রুত আসামী মোক্তারকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হবে।
