আড়াইহাজার প্রতিনিধি:
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠ সহযোগী ফকিরাপুলের হোটেল ব্যবসায়ী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দমন পীড়নে অংশ নেওয়া ও ঢাকার বাহিরের সন্ত্রাসী বাহিনী দিয়ে ঢাকায় অবস্থানরত আড়াইহাজারের ছাত্রদের উপর হামলার ইন্দন দাতা ঢাকা মহানগর যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক ফিরোজ আলমের বিরুদ্ধে মানববন্ধন করেছে হামলার শিকার ছাত্ররা ও তাদের এলাকাবাসী ।
শুক্রবার সকালে আড়াইহাজার উপজেলার নরসিংদী মদনপুর সড়কের আড়াইহাজার এলাকায় এই মানববন্ধন করা হয়। বক্তব্য রাখেন ইমন মিয়া, খোকন ভুঁইয়া, জাকির হোসেন, শিপন, জহিরুল ইসলাম জহির ও রাহাত হোসেন প্রমুখ।
এই সময় বক্তারা বলেন, ফিরোজ আলমের হামলায় আড়াইহাজারের অনেক শিক্ষার্থীকে আহত হয়ে হাসপতালে চিকিৎসা নিতে হয়েছে।
তার বিরুদ্ধে ঢাকার পল্টন ও গুলশান থানায় মামলা রয়েছে। অবিলম্বে ফিরোজ আলমকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। জানা যায়, ফিরোজ আলমের ইন্ধনে ঢাকায় ক্ষতিগ্রস্ত ছাত্ররা তাদের নিজ নিজ উপজেলায় মানববন্ধন করে আসছ।